ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সাবিনাদের সঙ্গে সালাউদ্দিনের  বৈঠক

সাবিনাদের সঙ্গে সালাউদ্দিনের  বৈঠক

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) জরুরি সভা ছিল শনিবার। সভা শেষ হওয়ার ঘণ্টা দেড়েক পর বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন সাবিনা খাতুনদের সঙ্গে বসেছিলেন। সাবিনারা কোনো দাবি-দাওয়া নিয়ে সালাউদ্দিনের কাছে যাননি, সালাউদ্দিনই বরং সাবিনাদের ডেকেছিলেন। গত সেপ্টেম্বরে সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর বাংলাদেশ নারী দল আর খেলার সুযোগ পাননি। এ নিয়ে অনেক আলোচনা-সমালোচনা হয়েছে ক্রীড়াঙ্গনে। আগামী জুলাইয়ে ফিফা উইন্ডোতে সাবিনাদের দুটি ম্যাচ খেলার বন্দোবস্ত অনেকটাই চূড়ান্ত বলে জানালেন নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। তিনি বলেন ‘১২ ও ১৫ জুলাই নেপালের বিপক্ষে ঢাকার কমলাপুরে ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে।’ কিছুদিন আগে জুলাইয়ে মঙ্গোলিয়ার সঙ্গে খেলা হওয়ার কথা শোনা গিয়েছিল। সেই মঙ্গোলিয়ার পরিবর্তে প্রতিপক্ষ নেপাল হওয়ার কারণ ব্যাখ্যা করেছেন নারী উইংয়ের চেয়ারম্যান, ‘মঙ্গোলিয়া এই সময় খেলতে আগ্রহী নয়। তাই আমরা নেপালের সঙ্গে আলোচনা করেছি।’ নেপালের সঙ্গে দুটি প্রীতি ম্যাচের প্রস্তুতি নিয়েই মূলত সাবিনাদের সঙ্গে আলোচনা করেছেন সালাউদ্দিন। জাতীয় দলের অধিনায়ক সাবিনা খাতুন সভাপতির সঙ্গে আলোচনা নিয়ে বলেন, ‘সভাপতি স্যার আমাদের ফিফা ফ্রেন্ডলির জন্য প্রস্তুত হতে বলেছেন এবং ভালোমতো অনুশীলনের তাগিদ দিয়েছেন। ফিফা ফ্রেন্ডলি নিয়েই মূলত কথা হয়েছে, অন্য কোনো বিষয়ে তিনিও বলেননি, আমরাও কিছু বলিনি।’ জুলাইতে ফিফা ফ্রেন্ডলি অনুষ্ঠিত হলে এই এক মাসের মধ্যে সেই অর্থে আর ফ্রাঞ্চাইজি লিগের সম্ভাবনা নেই।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত